পাটুরিয়া- দৌলতদিয়ায় শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর:
পাটুরিয়া- দৌলতদিয়ায় শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া -কাঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার মানুষ এ নৌরুটে আসায় যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। ফলে চরম দুর্ভোগে স্বীকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা বসে থেকে ফেরিতে উঠতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম বলেন, মঙ্গলবার সকালে ১৯ টি ফেরির মধ্যে ১৮ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। শিমুলিয়া -কাঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়ায় যানবাহনের সংখা বাড়ছেই। মঙ্গলবার সকাল ১১ টার দিকে পাটুরিয়ায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক, দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

শিবালয় থানার এসআই সানোয়ার হোসেন বলেন, পাটুরিয়ায় যানবহানের চাপ কমাতে উথুলি সংযোগ মোড়েও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। পাটুরিয়ায় চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলিকে ছেড়ে দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন