সিংগাইরে ছেলের আঘাতে প্রাণ গেল বাবার

সিংগাইর প্রতিনিধি, ২৯ এপ্রিল

মানিকগঞ্জের সিংগাইরে সেলিম হোসেন খোকন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ছেলে কাউছার হোসেন (২২)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের ছেলে। তিনি ৫ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম পেশায় একজন গাড়ি চালক ছিলেন। গত ৭ মাস ধরে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে তার দ্বিতীয় ছেলে কাউছার লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে হত্যাকারী পালিয়ে যায়। অভিযুক্ত কাউছার মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এ নিয়েই সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি হতো।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরেই সেলিম হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ এপ্রিল ২০২১।

আরো পড়ুুন