সিংগাইরে ভোক্তা অধিকারের চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিংগাইর প্রতিনিধি ১০ আগষ্ট:

মানিকগঞ্জের সিংগাইরে ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগে চার প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কাযালয় সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মন্টপ ও ভূমদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসীকে ২৫ হাজার টাকা, মাসুদ ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমল পানীয় বিক্রিয় করায় আব্দুল কাদির স্টোর কে ১০ হাজার টাকা এবং একদিন আগের তৈরি গ্রীলসহ বাসি খাবার বিক্রিয় করায় তোয়া হোটেলকে ৫ হাজার টাকা সহ চারটি প্রতিষ্ঠান কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কাযালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ন আনসারের সদস্য ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন