চেয়ারম্যান নির্বাচিত হলে তিল্লিকে মাদকমুক্ত করব- শরিফুল ইসলাম ধলা
সাটুরিয়া প্রতিনিধি, ১৩ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (ধলা) বলেছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পারলে প্রথমে তিল্লিকে মাদকমুক্ত ঘোষনা করব। কারন শিক্ষিত হয়েও অনেক তরুণ প্রজণ্ম ধংস হচ্ছে মাদকের করাল থাবায়। তিনি শুক্রবার সন্ধায় পারতিল্লি বাজারে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে এক মতবিনিয় সভায় এসব কথা বলেন। মো. শরিফুল ইসলাম (ধলা) […]