ভর্তি পরীক্ষাঃআপনার প্রশ্ন,আমাদের উত্তর

এস.কে.এম. হেদায়েত উল্লাহ্ঃ
এইচ.এস.সি. পরীক্ষা শেষের দিকে।এরপরই সবাই বিশ্ববিদ্যালয়,মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।বাংলাদেশে ভর্তি পরীক্ষাকে পরীক্ষা না বলে যুদ্ধ বলাই অধিকতর যুক্তিযুক্ত। প্রতি সিটের বিপরীতে শতেরও ওপরে শিক্ষার্থী প্রতিযোগিতা করে। আর অনেকেই মেধা থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে সঠিক প্রস্তুতি নিতে পারে না।সবার মনে ঘুরপাক খায় অনেক অনেক প্রশ্ন।

ভর্তি পরীক্ষায় সঠিক প্রস্তুতি নেয়ার উপায় ও আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য মানিকগঞ্জ২৪.কম সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা নিয়েছে।

মানিকগঞ্জ থেকে মেডিকেল,ঢাকা,জাহাঙ্গীরনগর,চট্টগ্রাম,রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে ধারাবাহিকভাবে তাদের সাফল্যের পেছনের গল্পগুলো তুলে ধরবে। সেইসাথে ভর্তিপরীক্ষা নিয়ে আপনার সকল প্রশ্ন নিয়েও ধারাবাহিকভাবে নিবন্ধ প্রকাশিত হবে।

সাক্ষাৎকারগুলো পড়ার জন্য মানিকগঞ্জ২৪.কম ফলো করুন।

আর আপনার প্রশ্নের উত্তরের জন্য প্রশ্ন লিখে hedayetullah2027@gmail.com,  hasanfoyzipress@gmail.com, newsmanikganj24@gmail.com,   যে কোন মেইল নাম্বারে মেইল করুন অথবা মানিকগঞ্জ২৪.কম পেজে মেসেজ সেন্ড করুন।

মানিকগঞ্জ২৪.কম/এস.কে./১২ মে ২০১৮।
আরও পড়ুন: সানিয়া বিমান বাহিনীর অফিসার হতে চায়

আরো পড়ুুন