ছদ্মবেশে চাউল ক্রয়, বেশী দামে বিক্রি করায় সাটুরিয়ায় দোকানীকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ২২ মার্চ:

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ছদ্মবেশে ক্রেতা পাঠিয়ে চাউল ক্রয় করেন। অতিরিক্ত দামে বিক্রির দায়ে চাউলের আড়ৎদার কে ২০ হাজার টাকার অর্থদন্ড প্রধান করেন।

রবিবার দুপুরে সাটুরিয়া বাজারের চাউলের আড়ৎ এর মালিক আব্দুল আওয়ালকে ২০ টাকা অর্থদন্ড দিয়ে আদায় করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাসকে এ কেন্দ্র করে সাটুরিয়ার কিছু আসাধু ব্যাবসায়ী নিত্য পণ্য সামগ্রী অতিরিক্ত দাম বৃদ্ধি করে। এমন খবর শুনে আমরা সাটুরিয়া উপজেলার প্রতিটি হাট বাজারে গিয়ে ব্যাবসায়ীদের সতর্ক করি। পিয়াজের দাম বৃহস্পতিবার হাটের দিন হঠাৎ করে সকালে  ৪৫ টাকা বিক্রি শুরু করে। কিছুক্ষণ পর ৭০ টাকায় বিক্রি করে। আমরা মাঠে নামার পর বর্তমানে সাটুরিয়া বাজারে ৫০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম আলম আরো বলেন, রবিবার সাটুরিয়া বাজারে সকল ব্যাবসায়ী সঠিক দামে বিক্রি করলেও আওয়াল বেশী দামে চাউল বিক্রি করছিল। পরে সাটুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম কে ছদ্মবেশে পাঠিয়ে চাউল ক্রয় করাই। পরে চাউল ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেই।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ মার্চ ২০২০।

আরও পড়ুন:

সাটুরিয়ায় সবুজ পরিবেশ আন্দোলনের মাস্ক ও সাবান বিতরণ

আরো পড়ুুন