ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস পালিত

ঘিওর প্রতিনিধি, ২২ নভেম্বর:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ‘তেরশ্রী গণহত্যা’ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ শে নভেম্বর ঘিওর উপজেলায় ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। ঐ দিনে তেরশ্রী এস্টেটের জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তৎকালীন তেরশ্রী কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমানসহ ৪৩ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী।

‘তেরশ্রী গণহত্যা’ দিবসের ৪৮ তম গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণির মানুষ শুক্রবার সকালে পতাকা উত্তোলন, পুষ্পস্তক অর্পণ করে। এছাড়া আলোচনা সভা ও শোক র‌্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদ চেয়ারম্যান এড. গোলাম মহীউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজহারুল ইসলাম আরজুসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য  ১৯৭১ সালে এ দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনী তেরশ্রী বাজারসহ চারটি গ্রামের ঘুমন্ত মানুষের উপর গুলি চালায় ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ৪৩ জন নিরাপরাধ মানুষকে হত্যা করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর ২০১৯।

আরো পড়ুুন