মানিকগঞ্জে দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত ও ১৫ জন আহত  হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এতে চালকসহ ২ জন নিহত ও গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
নিহতরা  হলেন রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , নারায়নগঞ্জ-জ-০৪-০১৯৭)বাসটি ঢাকা থেকে আরিচা যাবার পথে বৃহস্পতিব্রা বিকেল সাড়ে ৪টার দিকে জোকা এলাকায় পৌছলে হঠাৎ সামনের চাকা বিকট শব্দে ফেঁটে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । আহতদের হাসপাতালে নেয়ার পর মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গাড়ির চালক সোবান শেখ ও বাস যাত্রী শিপন মুন্সী মারা যান।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়ামিন উদ-দৌলা জানান, বৃস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বানিয়াজুরী বাসষ্ট্যান্ডের অদূরে জোকা এলাকায় যাত্রীসেবা পরিবহনের মিনিবাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আহত যাত্রীদের  মধ্যে চালকসহ দুই জন মারা যান। এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:
বালিয়াটীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

আরো পড়ুুন