ইফসিতার পুরুস্কার নেওয়া হল না

মানিকগঞ্জ প্রতিনিধি: ২৪ মার্চ.

ইফসিতা আক্তার (৫) মানিকগঞ্জ শহরের হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণীর ছাত্রী। শনিবার সকাল ১০ টার দিকে স্কুলটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার নেওয়ার কথা ছিল। কিন্তু স্কুলের যাওয়ার পথে হেলবাইকের চাপায় নিহত হওয়ায় তার পুরুস্কার আর নেওয়া হল ন।

মানিকগঞ্জ পৌরসভার নিরাময় ক্লিনিকের সামনে সকাল সাড়ে ৯ টার এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান নিশ্চিত করেছেন।

নিহত স্কুল ছাত্রী মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের সুহেল এর কন্যা।

নিহত শিশুর কাকা সুমন জানান, ইফসিতা আক্তার কে নিয়ে তার মা নিপা বেগম শনিবার সকালে হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল। শহরের নিরাময় ক্লিনিকের সামনে একটি হেল বাইক থেকে নামতে গেলে পিছন থেকে আরেকটি হেল বাইক এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ইফসিতা কে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান বলেন, স্কুল ছাত্রী ইফসিতা কে মৃত অবস্থায় হসাপাতালে নিয়ে আসা হয়। তার মরদেহ ময়না তদন্ত করার জন্য মর্গে রাখা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আরো পড়ুুন