আবার নির্বাচিত হলে মানিকগঞ্জে অর্থনৈতিক অঞ্চল করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ২৭ নভেম্বর:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পূনরায় নির্বাচিত হতে পারলে মানিকগঞ্জ- সাটুরিয়া এলাকায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে। এতে এলাকায় বেকারত্ব কমে যাবে। তিনি মঙ্গলবার বিকাল ৪ টার দিকে একাদশ জাতীয় নির্বাচনে সাটুরিয়া-মানিকগঞ্জ ৩ আসনের নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোসা. নাসরিন পারভিন এর নিকট জমা দেবার পর তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১০ বছরে আওয়ামী লীগ সাটুরিয়া – মানিকগঞ্জ নির্বাচনী এলাকায় রাস্তা ঘাট, মেডিকেল কলেজ নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগন তাকে এবারও নির্বাচিত করবেন।

মনোয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৭ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জ হাসপাতাল থেকে মোবাইল চোর আটক

আরো পড়ুুন