সাটুরিয়ায় আনসার সদস্যের রহস্যজনক মৃত্যু

সাটুরিয়া প্রতিনিধি,. ২৬ জানাুয়ারী:

মানিকগঞ্জের সাটুরিয়ায় নরেন সরকার (৫০) নামে বাংলাদেশ আনসার বাহিনীর এক সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাটুরিয়া থানা পুলিশ রবিবার সন্ধায় মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে।

মৃত আনসার সদস্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামের মৃত চান মহন সরকারের পুত্র।
সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালম বিষয়টি নিশ্চিত করেছেন।

আনসার সদস্য নরেন সরকারের মেয়ের জামাই বিমল সরকার বলেন, তিনি ছুটি কাটিয়ে রবিার দুপুরে নিজ বাড়ি থেকে সাটুরিয়া হয়ে বর্তমান কর্মস্থল ফরিদপুর যাচ্ছিলেন। পরে খবর পেয়ে আমার প্রথমে সাটুরিয়া হাাসপাতাল ও  পরে থানায় আসি।

সাটুরিয়া থানার এস, আই রফিকুল ইসলাম বলেন, রবিবার সন্ধার দিকে খবর পেয়ে আমার হাসপাতালে যাই। ডাক্তারগণ আমাদের বলেন, আনসার সদস্যকে  সিএনজি চালকরা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন।  সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে সিএনজি চালকরা সটকে পড়ে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।  প্রাথমিক ভাবে আনসার সদস্যের শরীলে কোন আঘাতের চিহ্ন নেই। এতে এ ঘটনা রহসজনক মনে হচ্ছে।

আনসার সদস্যের ভাই বিরেন সরকার, আমার ভাই কে কোন সিএনজি চালক হাসপাতালে নিয়ে আসল, সে খবর পুলিশ ও ডাক্তারগণ দিতে পারছেন না। বলা হচ্ছে সাটুরিয়ার ধুল্যা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আবার ভাইয়ের শরীলে কোন আঘাতে চিহ্নও নেই।

সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পূর্ণম সাহা বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আনসার সদস্যের শরীলে কোন দৃশ্যমান আঘাতে চিহ্ন পাই নি।

সাটুরিয়া থানার ওসি তন্তদ আবুল কালাম রবিবার সন্ধা ৭ টার দিকে  বলেন, আনসার সদস্য নরেন সরকারে মৃত দেহটি ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসাপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারন বলা সম্ভব না।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জানুয়ারী ২০২০।

আরো পড়ুুন