সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পুত্র রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ মার্চ:

সাটুরিয়া উপজেলা প্রশাসনকে ৫০ পিস পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) বিতরণ করেছেন মানিকগঞ্জ চেম্বাস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব রাহাত মালেক শুভ্র।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পুত্র রাহাত মালেক শুভ্র এর পক্ষে সোমবার দুপুরে সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর হাতে পিপিই তুলে দেন।

এসব পিপিই সাটুরিয়ায় কর্মরত ডাক্তার,নার্স, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের মাঝে পরে বিতরণ করা হবে।

এসময় সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন, প্রেসক্লাবের সভাপতি  জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ এর আগে মানিকগঞ্জ জেলায় প্রায় বিশ হাজার বিভিন্ন জাতের পরিবেশ বান্ধব গাছের চারা বিতরন করেন। শুধু গাছের চারাই নন করোনা ভাইরাস মোকাবেলায় সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় এই ছাত্রনেতা গত ২৫ মার্চ সাটুরিয়া প্রেসক্লাব, বাসস্ট্যান্ড ও বাজারে মাস্ক, সাবান ও সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পুত্র রাহাত মালেক শুভ্র এর পক্ষে আমরা বিভিন্ন গ্রামের মসজিদ, পাড়া, ক্লাব প্রাঙ্গনে জীবাণুনাশক স্প্রে করেছি।

রাজ্জাক হোসাইন রাজ আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রদ্বেয় দেলোয়ার হোসেন এর নির্দেশে আমরা সকল সামাজিক কর্মকান্ডে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকব। করোনা ভাইরাস প্রতিরোধে আমরা আগামী মাসে আরও বৃহৎ কর্মসূচি পালন কর।

সবুজ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা মানিকগঞ্জ জেলায় পর্যায়ক্রমে তিন লক্ষ বৃক্ষ রোপন করবো এবং আমাদের এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মার্চ ২০২০।

আরো পড়ুুন