সাটুরিয়া কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব- জ্যোতি

সাটুরিয়া প্রতিনিধি, ২ ফেব্রুয়ারী: দল যদি মনোনয়ন দেয় এবং আমি জয়ী হলে সাটুরিয়া কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব বলে মন্তব্য করেছেন মো. আনোয়ার হোসেন খান জ্যোতি। হরগজ ইউনিয়নের ২ বারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমানে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো. আনোয়ার হোসেন খান জ্যোতি। আসন্ন উপজেলা নির্বাচন ২০১৯ তিনি সাটুরিয়া থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।

তিনি মানিকগঞ্জ২৪.কম কে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

মানিকগঞ্জ২৪.কম : ইউনিয়ন চেয়ারম্যান থেকে কেন উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করতে চাচ্ছেন ?

 মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: আমি হরগজে ব্যপক উন্নয়ন কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশটাকে ডিজিটালে রুপান্তরিত করেছেন। বিগত ১০ টি বছরে মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও বর্তমানে জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ শহরে ব্যাপক উন্নয়ন করেছেন। মানিকগঞ্জ কে ডিজিটাল করেছেন। আমাকে দল মনোনয়ন দিলে এবং জয়ী হলে সাটুরিয়া কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। তাই এবার আমি মনোনয়ন চাইছি।

মানিকগঞ্জ২৪.কম : কি কারনে দল আপনাকে মনোনয়ন দিবে ?

মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: আমি দলের সিনিয়র সভাপতি হিসেবে সাটুরিয়ার ৯টি ইউনিয়নেই চষে বেড়িয়েছি। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হব তাই দল আমাকেই মনোনয়ন দিবে আশি আশাবাদী।

মানিকগঞ্জ২৪.কম : আপনাকে দল মনোনয় দিলে অন্যান্য ইউনিয়ন থেকে কেমন ভোট দিবেন আশা করছেন ?

মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: আমি ত বলেছি আমার উপজেলার সব ইউনিয়নেই নিয়মিত গণসংযোগ করেছি। এসময় আমি সাধারণ ভোটার ও নেতাকর্মীদের ব্যাপক সাড়া পেয়েছি। তাই আমি প্রার্থী হলে শুধু হরগজ ইউনিয়নেই নয় অন্যান্য ইউনিয়ন থেকে বিপুল ভোট পেয়ে জয়ী হব।

মানিকগঞ্জ২৪.কম : মনোনয়ন পেয়ে  জয়ী হলে  প্রথমে কি কাজ করতে চান ?

উত্তর: মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: যে সব রাস্তা ঘাট এখনও সংস্কার হয় নি সে কাজ শুরু করার চেষ্টা করব। এর পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বেশী নজর দিব।

মানিকগঞ্জ২৪.কম : চিকিৎসা সেবায় আপনি কিভাবে কাজ করবেন ?

মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: দল আমাকে মনোনয় দিলে এবং জয়ী হলে আমাদের সাটুরিয়ার বরাইদ, দিঘুলিয়া ইউনিয়নে ১০ শয্যা হাসপাতাল নির্মাাণের দাবী করব আমার নেতা  স্বাস্থ্য মন্ত্রীর নিকট।

মানিকগঞ্জ২৪.কম : ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ?

মো. আনোয়ার হোসেন খান জ্যোতি: আমি একজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। আমাদের সাটুরিয়া খুবই শান্তি প্রিয়। অন্যসব উপজেলায় রাজনৈতিক সহিংসতা থাকলেও আমাদের সাটুরিয়া খুব শান্ত।যদি আমি সুযোগ পাই তাহলে আমাদের মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের পরামর্শে সকল উন্নয়ন কাজে নিজেকে সরাসরি সম্পৃক্ত করব।

মানিকগঞ্জ২৪.কম : আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কে সময় দেবার জন্য।

মো. আনোয়ার হোসেন খান জ্যোতি মানিকগঞ্জ২৪.কম এবং এর পাঠকদের কেও ধন্যবাদ।

মানিকগঞ্জ২৪/হা.ফ/ ২ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে যুগান্তরের জন্মদিন পালিত

আরো পড়ুুন