নিজ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয় হল না হাবিবের

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ ডিসেম্বর:

হাবিবুর রহমান নিজ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়া হল না। তার আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন।

হাবিব রহমান (২২)  সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের মৃত: আব্দুল কুদ্দুস খানের পুত্র। সে বালিয়াটী ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। বর্তমানে তিনি টাঙ্গাইলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

এলকাবাসী জানায়, বৃহম্পতিবার ২ বন্ধুকে নিয়ে ঘিওর থেকে বাইক যোগে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে মাটি বোঝাই ট্রাক তার মটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই হাবিব নিহত হয়। এসময় অপর দুই আরোহী সাগর ও জাহাঙ্গীর আহত হন।

হাবিব তার ফেসবুক ওয়ালে তার প্রাণের বিদ্যালয় বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তী অনুষ্ঠানের জন্য রেজিষ্ট্রেশন করে ফেসবুকে পোষ্ট দিয়েছিলেন। সব বন্ধুদের সাথে দেখা হবে, অনেক মজা করবে।  কিন্তু অনুষ্ঠানের যোগ দেবার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন।

আহতরা সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে তারা আশংকা মুক্ত বলে জানিয়েছেন সাটুরিয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, ট্রাক চালক বা তার সহযোগীকে আটক করা যায় নি। আর এ ব্যাপাওে থানায় এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

হাবিবের বড় ভাই বালিয়াটী ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আছালত জামান খান আরিফ বলেন, শুক্রবার বিকাল ৪ টার দিকে জানাযার নামাজ শেষ তাকে হাজিপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর ২০১৯।

আরও পড়ুন:

সাটুরিয়ার ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো ২টি বাল্য বিয়ে

আরো পড়ুুন