সাটুরিয়ায় ঋণের টাকার জন্য ঋণ গ্রহিতাকে নির্যাতনের অভিযোগে আটক ৪

সাটুরিয়া প্রতিনিধি, ২৪ এপ্রিল:  জেলার সাটুরিয়ায় ঋণের টাকা আদায়ের জন্য এক ঋণ গ্রহিতাকে সারাদিন এক কক্ষে আটকিয়ে শারীরিক নির্যাচনের অভিযোগ উঠেছে এনজিও আম্বালা ফাউন্ডেশনের বিরুদ্ধে। বুধবার সাটুরিয়া শাখায় এ ঘটনা ঘটায় ঐ এনজিওর কর্মকর্তা ও কর্মচারী। পরে পুলিশ ঋণ গৃহিতাকে উদ্ধার করে ওই ঘটনায় পুলিশ দুই কর্মকর্তাসহ ৪ জনকে আটক করেছে।

বিষয়টি সাটুরিয়া থানার এসআই মো. রফিক নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাটুরিয়া আম্বালা ফাউন্ডেশন থেকে গত ২০১৭ সালে নভেস্বর মাসের ২৭ তারিখে বরাইদ ইউনিয়নের মো. নজরুল ইসলাম ২ লাখ টাকা ঋণ নেন আম্বালা ফাউন্ডেশন থেকে। এ পযর্ন্ত ১ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেন। বুধবার সে অফিসে গেলে সাটুরিয়া শাখার ম্যানেজার মারুফ ও এরিয়া ম্যানেজার কামরুজ্জামান মৃধা তাকে অফিসে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করে। এসময় ঋণ গ্রহিতার ব্যাগে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই এনজিওর কর্মকর্তারা।

ঋণ গ্রহিতা মো. নজরুল ইসলাম জানান, দুই বছর মেয়াদী ২ লাখ টাকা নেই  এনজিও থেকে। মাসে ১১ হাজার টাকা কিস্তি দিতে হয়। পারিবারিক সমস্যার কারণে কিছুদিন কিস্তি পরিশোধ করতে পারিনি। বাকী কিস্তি জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। যে জমি বিক্রি করব সে জমির দলিলপত্র ওই এনজিওর কাছে জমা রয়েছে। বুধবার দলিলের খারিজের কপি আনতে গেলে আমাকে ওই এনজিওর কর্মকর্তা ম্যানেজার মারুফ, এরিয়া ম্যানেজার কামরুজ্জামান মৃধা এবং কর্মচারী সাগর এক রুমে আটকিয়ে মারধর করে আমার ব্যাগে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।  পরে আমি স্থানীয় লোকজন অফিসে এলে তাদের ঘটনাটি বলি। এরপর স্থানীয় লোকজন পুলিশ খবর দিয়ে আমাকে উদ্ধার করে।

স্থানীয় মো. শাহীন জানান, এ এনজিও থেকে ঋণ নিতে হলে তিনশত টাকা স্ট্যাম্প, ঋণ গ্রহিতা ও জমিনদাতার ৪ টি করে ব্লাংক চেক, জমির দলিল ও খারিজের কপি দিয়ে ঋণ দেন এ এনজিও। কিস্তি পরিশোধে বিলম্ব হলেই অকথ্য ভাষায় গালিগালাজ করেন এরিয়া ম্যানেজার কামরুজ্জামান মৃধা। সে একজন সাংবাদিক ও এ এনজিওর মালিককে প্রধানমন্ত্রীর আত্বীয় পরিচয় দিয়ে এ অপকর্ম করে থাকেন।

এরিয়া ম্যানেজার কামরুজ্জামান মৃধা বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন, ঋণ গ্রহীতা নজরুলকে কোন শারীরিক নির্যাতন করা হয়নি।  তার কাছে টাকা পাব সে টাকার জন্য তাকে বসিয়ে রাখা হয়েছিল।
আম্বালার ফাউন্ডেশনের সাটুরিয়া শাখার ম্যানেজার মারুফ বলেন, ঋণ গৃহিতা নজরুলের কাছে ১ লাখ ২৪ হাজার টাকা পাওয়া যাবে। সে টাকা চাইতে গেলে সে টাকা পরিশোধ করেননি।  যে কারণে টাকা পাওয়ার জন্য তাকে আটকিয়ে রাখা হয়েছে। তবে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগটি মিথ্যা।

সাটুরিয়া থানার এসআই মো. রফিক বুধবার সন্ধা সোয়া ৭ টার দিকে বলেন, আম্বালা ফাউন্ডেশনের সাটুরিয়া শাখার ম্যানেজার মারুফ, এরিয়া ম্যানেজার কামরুজ্জামান মৃধাসহ ৪ জনকে আটক করা হয়েছে।  এনজিও কর্মীদের জিজ্ঞাসাবাদ কা হচ্ছে।  তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।  তবে এ রিপোর্ট লেখা পর্র্যন্ত কোন মামলা হয়নি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন:

উন্নত জাতী গঠনে তিল্লি ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

আরো পড়ুুন