সিংগাইরে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ৬ দোকানীকে জরিমানা

সিংগাইর প্রতিনিধি, ২৬ এপ্রিল:

মানিকগঞ্জের  সিংগাইর উপজেলায় আদা, চাল, ডাল ও ছোলা অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৬ দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়।

রবিবার সকালে সিংগাইর উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর,  জয়মন্টপ ও বায়রা বাজারে পৃথক অভিযান চালিয়ে অতিরিক্ত দামে আদা, চাল, ডাল ও ছোলা বিক্রির অপরাধে এরশাদ স্টোর, আক্কাস স্টোর, ফিরোজ স্টোর, খোকন মোল্লা স্টোর, মিজান স্টোর এবং সংকর স্টোরকে ১ হাজার করে মোট ৬  হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

আরও পড়ুন: সাটুরিয়ায় এক যুবক করোনা রোগে আক্রান্ত 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । তাকে সহযোগিতা করেন ক্যাব, সিংগাইর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, আনসার ব্যাটালিয়নের সদস্যগণ ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন