শিবালয়ে ভূমি কর্মকর্তার ঘুষ দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

শিবালয় প্রতিনিধি, ১১ মে:মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলতাফ হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে ভূক্তভোগীরা মানববন্ধন করেছে।

তেওতার ভূমি সামনের সড়কে শনিবার সকাল ১১ টা থেকে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে উক্ত ভূমি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে বহিস্কারের দাবি করা হয়।

মানববন্ধেনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে তেওতা ভূমি অফিসে যোগদানের পর থেকে আলতাফ হোসেন বে-আইনী ভাবে ডিসিআর-খারিজ প্রদান ও খাজনা আদায়ে নানা অনিয়মের আশ্রয় নিয়ে আসছে। এসব বিষয়ে উর্দ্ধত্বন কর্তৃপক্ষ বরাবর ভূক্তভোগীরা লিখিত অভিযোগ করলেও কোন কাজ হয়নি। বরং অভিযোগের বিষয় জানতে পেরে সে ভূক্তভোগীদের আরো বেশি হয়রানি করে আসছে।

মানববন্ধনে উক্ত ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার শতাদিক মানুষ অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ মে ২০১৯।
আরও পুড়ুন:

সাটুরিয়ায় চাঁদা চাওয়ায় যুবলীগ নেতাকে মারধর

আরো পড়ুুন