মানিকগঞ্জের শিবালয়ে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের কারাদন্ড






মানিকগঞ্জ
প্রতিনিধি: জেলার শিবালয় উপজেলার
পদ্মাযমুনা নদীতে সরকারী 
নিষেধাজ্ঞা অমান্য করে মা
ইলিশ শিকারের সময়  ২১ জনকে আটক
করেছে শিবালয় মৎস্য অধিদপ্তর।
এর
মধ্যে ১৬ জেলেকে
বছর করে কারাদন্ড বাকীদের 
অপ্রাপ্তবয়স থাকায় হাজার
টাকা করে জড়িমানা করেছেন
 এর
আগে বুধবার আরো ১৪
জেলেকে আটক করে তাদের
প্রত্যেককে এক বছরের কারাদন্ড
প্রদান করেন শিবালয় উপজেলা
নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট 
কামাল মোহাম্মদ রাশেদ

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রফিকুল আলম
জানানবৃহস্পতিবার দিবাগত রাতে পদ্মা
যমুনা নদীতে অভিযান চালিয়ে
১৩ জন মৎস্য শিকারীকে
আটক করা হয়।
অভিযানের
নেতৃত্ব দেন জেলা মৎস্য
কর্মকর্তা নুরতাজুল হক।

আটককৃত জেলেরা হলেন, শিবালয়
উপজেলার তেওতা ইউনিয়নের কুসারহাটের
কাদের মন্ডলের ছেলে ওহাব মন্ডল।একই
এলাকার শুকুর মন্ডলের ছেলে
রাজু মন্ডল, সায়েদুল শেখের
ছেলে মামুন শেখ, রাজু
মন্ডলের ছেলে সায়েদুর রহমান।
আলোকদিয়া চর এলাকার সায়েদ
শেখের দুই ছেলে মাহবুব
শেখ, সুজন শেখ।এছাড়া একই
এলাকার বক্কার শেখের ছেলে
আলমগীর শেখ,আয়নাল শেখের
ছেলে নিজাম উদ্দিন শেখ।
অপরদিকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার
গোয়ালন্দ এলাকার দুলাল বেপারী
পাড়ার হেলাল উদ্দিনের ছেলে
আলম শেখ,আলমাস ফকিরের
ছেলে আজাদ ফকির,লোকমান
খানের ছেলে আলমাস খান,জলিল মোল্লার দুই
ছেলে রহিম মোল্লা
শহীদুল মোল্লা।

এছাড়া শিবালয় থানা পুলিশ
জেলেকে আটক করে।
সব মিলিয়ে বৃহস্পতিবার ২১
জেলেকে আটক করা হয়েছে।
এর মধ্যে ১৬ জেলেকে
বছর করে কারাদন্ড
বাকীদের  অপ্রাপ্তবয়স থাকায় হাজার
টাকা করে জড়িমানা করেছেন,
এদের সবাই এখন শিবালয়
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের বারান্দা আটক
রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে শিবালয় উপজেলা
নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট 
কামাল মোহাম্মদ রাশেদ ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে আটকৃতদের মধ্যে ১৬ জনকে
বছর করে জেল
বাকীদের তিন হাজর টাকা
করে অর্থ জড়িমানা প্রদান
করেন

মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৫ অক্টোবর/ ২০১৭।

আরও পড়ুন

মানিকগঞ্জে ৫ মাছ শিকারীর কারাদন্ড

আরো পড়ুুন