সিংগাইরে ১০ লক্ষ টাকার মালামাল লুট

সিংগাইর প্রতিনিধিঃ  জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামে শওকত আলীর (৬৮) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ২ টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

 গৃহকর্তা শওকত আলী বলেন, রাত ২ টার দিকে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ডাকাতরা তার স্ত্রী  আনোয়ারা খাতুনের কক্ষে প্রবেশ করে মারপিট করে। কান্নার শব্দ পেয়ে পাশের রুম থেকে দরজা খুলে আমি বেরিয়ে আসলে ৩ ডাকাত অস্ত্রেরমুখে আমাকে বেঁধে ফেলে।

 গুলি করার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে সেখানে থাকা নগদ প্রায় ৫ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণালংকার ৩ টি মোবাইলফোন, একটি এলইডি টিভিসহ প্রায় ১০ টাকার মালামাল লুটে নেয়।

পরে  ডাকাত দল প্রতিবেশী প্রবাসী আবদুল করিমের বাড়িতে হানা দেয়। তার ঘরের জানালা ভাঙ্গার চেষ্টা করলে করিমের স্ত্রী বিথী আক্তার দেখে ফেলে। ডাকাত আসার খবর মোবাইলে আত্বীয়-স্বজনকে জানালে পার্শ্ববতী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়।

 শনিবার দুপুরে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সন্ধা ৭ টা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত কেউ গ্রেফতার বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

মনিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ সেপ্টম্বর/ ২০১৭।

আরো পড়ুুন